Posts

Showing posts from February, 2023
Image
  গুরুচাঁদ ঠাকুর ( একটি তথ্যবহুল সংক্ষিপ্ত জীবনী )   গুরুচাঁদ ঠাকুর   জন্মঃ - ১৮৪৬ সালের ১৩ই মার্চ ; জন্মস্থানঃ - বর্তমান বাংলাদেশের ওড়াকান্দী গ্রাম , কাশিয়ানী , গোপালগঞ্জ , বাংলাদেশ। পিতাঃ - হরিচাঁদ ঠাকুর মাতাঃ - শান্তি মাতা। ঠাকুরদাঃ - যশোমন্ত ঠাকুর। গুরুচাঁদ ঠাকুরের বয়স যখন সাত বছর পূর্ণ হয় , তখন তাঁর পিতা হরিচাঁদ তাঁকে বোঝান যে , আমাদের সমাজে তো তেমন কোন বিদ্যা শিক্ষা নেই। তাই - আমার প্রাণের ইচ্ছা তোমাকে পড়াই। বিদ্যার অমূল্য মূল্য জগতে শিখাই। ( গু . চ . পৃঃ ৩৯ ) গুরুচাঁদ শিক্ষা গ্রহণে রাজি হয়ে যান। আর পাঠশালার শিক্ষা গ্রহন করা জন্য পদ্মবিলার সাধু দশরথের কাছে শিক্ষা গ্রহণ শুরু করেন। এর পর মল্লকান্দী গ্রামে গোলকের বাড়িতে থেকে শিক্ষা গ্রহণ করেন। এইভাবে তিন বছর শিক্ষা গ্রহণের পরে তিনি ওড়াকান্দীতে ফিরে আসেন। কিন্তু ওড়াকান্দীতে কোন উচ্চবর্ণীয়দের স্কুলে ভর্তি হতে পারেননা। কারণ তিনি তো পতিত অস্পৃশ্য নিচু জাতির লোক। উচ্চবর্ণীয়রা তাঁকে শিক্ষার অধিকার কেন দেবে ?