Posts

Showing posts from March, 2023
Image
শ্রীশ্রী মহা-সংকীর্ত্তন সঙ্গীতে ব্যবহৃত কিছু কিছু শব্দার্থ নিম্ন বর্ণিত হল ------- প্রথমাংশ ১ । অনর্পিত প্রেমধন --- সত্য, ত্রেতা,এবং দ্বাপর এই তিন যুগ ব্যাপী শুধু অস্ত্রে এবং নামাস্ত্রে ভক্তদের উদ্ধার করা হত। প্রেম গোলকে অনর্পিত ভাবে গোপন ছিল। মহাপ্রভু গৌরাঙ্গদেব গোপনে গচ্ছিত থাকা সেই প্রেম, নামের সঙ্গে মিশিয়ে, জীব উদ্ধারের সহজ ও সরল পন্থা হিসাবে বিতরণ করেছিলেন। ২ । অনুক্ষণ --- সর্বদা, সর্বক্ষণ নিরবধি । ৩ । সম্বল --- সংস্থান, পাথেয়, অবলম্বন, পারের কড়ি। ৪ । সঙ্গতি --- শক্তি, সামর্থ্য। ৫ । নিদানে --- শেষ সময়ে, অন্তিম অবস্থায়। ৬ । ভবার্নবে --- সংসার সাগরে। ৭ । হরের নাম কেবলং, হরের নামৈব কেবলং --- হরিরনামই একমাত্র ভরসা +সহায়। ৮ । গতিনাস্ত্যেব --- অন্যগতি নাই। ৯ । নাস্ত্যেব --- নাই। ১০ । মর্মার্থ --- গুড় রহস্য, মুলঅর্থ। ১১ । রসনা --- জিহ্বা, রস আস্বাদনকারী ইন্দিয়। ১২ । পুষ্পবন্ত যুগ --- সুযোগ্য সুযোগ সম্পন্ন যুগ, সোনায় সোহাগা পূর্ণ যুগ। ১৩ । মোক্ষধাম --- মুক্তিপুরী মুক্তি ধাম। ১৪ । অনর্পিত ---অর্পণ করা হয়নাই এমন, অঅর্পিণীয়। ১৫ । খাস ভাণ্ডার --- স্বকীয় আগার, নিজস্ব গুদাম। ১৬ । চরিং চিরাৎ