হিরো ও পাগলা

---------------------
আজব বাংলার চ্যাঙরা নেতা! রাজনীতির মাথা ব্যাথা।
ভাবখানা কি যে নায়ক নায়ক, রাজনীতিতে নব্যবালক।
মার্কাটা তাঁর বঙ্গীয় বটে, জঞ্জাল বুঝি কিইনা ঘটে।
জনতা রিয়েক্ট হা হা করে, মিডিয়ার জোরে বাক্স ভরে।
চ্যাপ্টা নেতা লজ্জায় পরে, মিডিয়া দেখে পালায় ঘরে।।
আরেক পাগলা ভি ভি আই পি, তিনি নাকি সাবেক ভিপি।
ঝোপটি বুঝে কোপটি মারে, নেতা ছেড়ে নেতা ধরে।
নব্য দল গঠন করে, নয়া নয়া মোর্চা করে।
সহযোদ্ধা খুব কম নয়, কথায় কথায় চার আর ছয়।
বড় দলকে দেউলিয়া বানায়, কখনো দেশের বাইরে পাঠায়।
আমি বোকা! বুঝিনারে, রাজার নীতি কয় কারে।
হিরো ও পাগলা ভোটে লড়ে, থাকি সারির পিছু পরে।

Comments

Popular posts from this blog

Harichand